ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
শনিবার (৫ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা ও রাজনীতিক।
আলোচনা সভায় মান্না বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। এখন সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।”
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স (গণপিটুনি/গুজব নির্ভর সহিংসতা) প্রসঙ্গে মান্না বলেন, “দেশজুড়ে মব ভায়োলেন্সের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। যদি সম্ভব হতো, সাবেক সিইসি নূরুল হুদার বিচার করে ফাঁসি দেওয়া যেত।”
তবে তিনি এও বলেন, “আমরা সহিংসতা সমর্থন করি না। মব ভায়োলেন্স কোনওভাবেই সহ্য করার মতো নয়।”
সরকারের নীতিনির্ধারণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন মান্না। তিনি বলেন, “এই সরকারের ব্যর্থতার যেন শেষ নেই। তারা কোনোক্ষেত্রেই জনগণের জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি।”
মাহমুদুর রহমান মান্না
, নাগরিক ঐক্য
, নির্বাচন ব্যবস্থা
, মব ভায়োলেন্স
, বাংলাদেশ রাজনীতি
, নূরুল হুদা
, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
, ভালো নির্বাচন
, রাজনৈতিক সংস্কার