ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম
আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম
রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব আখতার আহমেদ জানান,
"সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।"
নতুন ভোটার: ২৪,৩৮,৬২৬ জন
মোট ভোটার: ১২,৬১,৭০,৯০০ জন
মৃত ও কর্তনকৃত ভোটার বাদ: ২১,৩২,৫৯০ জন
ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে: ৪৫,৭১,২১৬ জনের
২১ আগস্ট পর্যন্ত: সংশোধন, বাদ বা অন্তর্ভুক্তির আবেদন করা যাবে
২৪ আগস্ট: সকল আবেদন নিষ্পত্তির শেষ তারিখ
৩১ আগস্ট: চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ
৩১ অক্টোবর: শেষ দফার তালিকা প্রকাশ (যাদের বয়স ১৮ হবে ওই সময়ের মধ্যে)
সিনিয়র সচিব বলেন,
"আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন আইনে এই সুবিধা রাখা হয়েছে, যাতে কাউকে এক বছর অপেক্ষা করতে না হয়।"
ভুল তথ্য সংশোধন, মৃত ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর অথবা নতুন নাম অন্তর্ভুক্তির জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করা যাবে। সংশ্লিষ্ট এলাকায় খসড়া তালিকা সাঁটানো হয়েছে—যেখান থেকে নিজের তথ্য যাচাই করা সম্ভব।
#নতুনভোটার #ভোটারতালিকা২০২৫ #জাতীয়নির্বাচন #নির্বাচনকমিশন #ভোটারহালনাগাদ #বাংলাদেশনির্বাচন #ECBangladesh #ভোটারতথ্য #খসড়াভোটারতালিকা