দুর্গেশ সরকার, গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৫:৫৮ এএম
রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে, স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে একটি ডুবুরি দল পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ নিশ্চিত করেছেন।
তিনি জানান:
“উদ্ধারকৃত মরদেহ নিখোঁজ হওয়া স্থান থেকে বেশ খানিকটা দূরে পাওয়া গেছে। পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা ১০ মিনিটের দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী একটি নৌকা থামানোর চেষ্টা করেন বিজিবি সদস্য মাসুম বিল্লাহ। এ সময় ধাওয়া খেয়ে নৌকাটি ডুবে গেলে তিনি পানিতে তলিয়ে যান।
তারপর থেকে ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ এবং স্থানীয় ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। অবশেষে ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার সম্ভব হয়।
মাসুম বিল্লাহর মৃত্যুর খবরে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্ত চলছে এবং দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
#বিজিবি #পিয়াইননদী #মাসুমবিল্লাহ #সিলেটসংবাদ #জাফলং #নৌকাডুবি #চোরাচালান #বাংলাদেশবিজিবি