ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম
আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
"আমাদের হারানো অস্ত্রগুলো উদ্ধার করতে আমরা একটি উদ্যোগ নিয়েছি। পুরস্কার ঘোষণা করা হবে—যে ব্যক্তি অস্ত্রের সন্ধান দিতে পারবে, সে পুরস্কার পাবে। পুরস্কারের পরিমাণ শিগগির গণমাধ্যমে জানানো হবে।"
তিনি জানান, অস্ত্র উদ্ধারে জনগণের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
"আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে যাচ্ছি। আগে খারাপ কিছু ঘটলে মানুষ প্রতিরোধে এগিয়ে আসতো, এখন সবাই শুধু ভিডিও করে।"
তিনি বলেন,
"গাজীপুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অপরাধীরা বেশিরভাগই আইনের আওতায় এসেছে, কিন্তু একজন মানুষের জীবন তো ফেরানো সম্ভব নয়।"
শেরপুরের একটি উদাহরণ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
"একজন ব্যক্তি ভিডিও করছে আর তার নানিকে মারা হচ্ছে। সে ভিডিও করে ইউটিউব আয়ের চেষ্টা করছে। এটা আমাদের সমাজের ভয়ানক অবক্ষয়।"
তিনি বলেন,
"একটা চিৎকার করলেও হয়তো কেউ সাহায্যে এগিয়ে আসতো। আমাদের মনুষ্যত্ব ফিরে পেতে হবে।"
সম্প্রতি উদ্ধার হওয়া ১,১০০ দেশীয় অস্ত্র সম্পর্কে তিনি জানান,
"এই অস্ত্রগুলো যারা তৈরি করছে, তারাও জানে এগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে। আমরা তাদের আইনের আওতায় আনছি। অস্ত্র নির্মাতাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।"
হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিলে মিলবে পুরস্কার
গাজীপুরে সাংবাদিক হত্যায় জাতিগত সহিষ্ণুতা নিয়ে প্রশ্ন
শেরপুরে ভিডিও করে আয়ের প্রবণতা নিয়ে উদ্বেগ
১১শ’ দেশি অস্ত্র উদ্ধার, অস্ত্র নির্মাতাদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
#হারানোঅস্ত্র #স্বরাষ্ট্রউপদেষ্টা #আইনশৃঙ্খলা #সাংবাদিকহত্যা #গাজীপুর #শেরপুর #অস্ত্রউদ্ধার #বাংলাদেশনিউজ #BreakingNewsBD #জাহাঙ্গীরআলমচৌধুরী