ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম
রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপন সংক্রান্ত বিবিসি প্রতিবেদনের প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রেস সচিব বলেন:
“আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। তারা বিদেশে কী করছে, সেটি সরকার মনিটর করছে।”
প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন:
“জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে বডি ক্যাম কেনা হচ্ছে। এটি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম স্বচ্ছ রাখতে সাহায্য করবে।”
ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান:
📌 তিন দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
📌 সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার, গভীর সমুদ্র ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য—এ সব বিষয়ে আলোচনা হবে।
📌 মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে।
এটি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত বছর অক্টোবরে ঢাকায় সফর করেছিলেন মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে।
#প্রেসসচিব #আওয়ামীলীগনিষিদ্ধ #আন্তর্জাতিকমনিটরিং #মালয়েশিয়াসফর #মুহাম্মদইউনূস #আনোয়ারইব্রাহিম #নির্বাচন২০২৫ #বডিক্যাম #রোহিঙ্গাপ্রত্যাবাসন #বাংলাদেশরাজনীতি