ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম
তিনি বলেন,
“সরকার যত ভালোই হোক, পুলিশ ও প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না।”
রবিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ উপদেষ্টা বলেন,
“পূর্ববর্তী সরকার আইন-শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন ও এমনকি সেনাবাহিনীর স্ট্রাকচারও ভেঙে দিয়েছিল। প্রতিটি স্তরে ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল। এখন আমরা চেষ্টা করছি নতুন কাঠামো গড়ে তোলার।”
তিনি আরও যোগ করেন,
“চিঠি দিয়ে লোক পাঠাতে হচ্ছে, তারা গিয়ে বসে থাকে, কাজ শেষ হলে ফিরিয়ে আনা হয়—এভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব না।”
শ্রমখাত নিয়ে কথা বলতে গিয়ে নৌ উপদেষ্টা জানান:
ব্যর্থ মালিকদের কারখানা শ্রম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে
মালিকরা শ্রমিকদের বেতন তহবিল থেকে ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন
কারখানাগুলো বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে
তিনি বলেন,
“এক সময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, এখন একজন মাত্র আছেন।”
নারী শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি জানান:
নির্মাণ খাতের বড় বড় কোম্পানিগুলো শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়
এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে বলা হয়েছে,
“নিবন্ধন না থাকলে তারা আর সরকারি প্রকল্পে অংশ নিতে পারবে না।”
নৌ উপদেষ্টা বলেন,
“বিজিএমইএর সভাপতির সাংসদ হওয়ার কারণে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (ILO) তিনি প্রতিনিধি হিসেবে কথা বলতে পারেন না। এতে আন্তর্জাতিক মহলে শ্রমিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়।”
#নৌউপদেষ্টা #পুলিশসংকট #শ্রমখাত #বাংলাদেশশ্রমনীতি #সাখাওয়াতহোসেন #ILO #শ্রমিকঅধিকার #ফ্যাসিবাদ #বাংলাদেশনিউজ