ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ এএম
রোববার (১০ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অংশগ্রহণকারী শ্রমিক ও মালিক নেতারা জানিয়েছেন, সরকার দাবি আদায়ে কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে তারা ধর্মঘট তুলে নিয়েছেন।
আগামী মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট হওয়ার কথা ছিল।
বৈঠক শেষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন,
"সরকারকে জিম্মি করে কিছু আদায় করা উচিত নয়। তবে আমরা যে যুক্তিসংগত দাবিগুলো তুলে ধরেছি, তা সরকার আমলে নিয়েছে। তাই ধর্মঘট প্রত্যাহার করছি।"
১. সড়ক পরিবহন আইন-২০১৮–এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধন
২. ইকোনমিক লাইফ ৩০ বছর নির্ধারণ (বর্তমানে ২০-২৫ বছর)
৩. পুরোনো গাড়ির বিরুদ্ধে বিআরটিএ অভিযান স্থগিত রাখা
4. দ্বিগুণ প্রিজাম্পটিভ ইনকাম ট্যাক্স কমিয়ে আগের হার বহাল রাখা
5. রিকন্ডিশন যানবাহনের আমদানি সময়সীমা ৫ থেকে ১২ বছর
6. দুর্ঘটনায় আটক যান ৭২ ঘণ্টায় মালিকের জিম্মায় দেওয়ার বিধান
7. স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন
8. মহাসড়কে তিন চাকার যান ও অনুমোদনহীন হালকা যান চলাচলের পৃথক লেন
অতিরিক্ত: ড্রাইভিং লাইসেন্স ও নবায়নের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন
সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (সভাপতি)
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন
সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক
পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম
শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস
বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ
সরকার আশ্বাস দিয়েছে যে, পরিবহন খাতের সমস্যাগুলো সমাধানে আইনি, প্রশাসনিক ও নীতিগত পদক্ষেপ নেওয়া হবে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দাবি পূরণে অগ্রগতি না হলে আবারও আন্দোলনে যাওয়ার প্রস্তুতি রয়েছে।
#পরিবহনধর্মঘট #সড়কপথ #বিআরটিএ #ট্রাকবাসমালিক #বাংলাদেশনিউজ #সড়কপরিবহনআন্দোলন #ফাওজুলকবিরখান #শিমুলবিশ্বাস #TransportStrikeBD