ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম
আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম
রোববার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন,
“সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর বিস্তারিত রিপোর্ট রয়েছে।”
তিনি জানান, এসব ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে কিছু অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা মসজিদ ও মাজার কর্তৃপক্ষকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়ে বলেন,
“প্রতিটি মসজিদ ও মাজারে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে সহজ হবে।”
পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জের নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন এবং পরে পাগলা মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
তিনি জানান,
“পাগলা মসজিদের ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা রয়েছে। দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ শিগগিরই শুরু হবে এবং নির্বাচনের আগেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে আশা করা যাচ্ছে।”
দুপুরে আল জামিয়াতুল এমদাদিয়া আয়োজিত ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্ম উপদেষ্টা। সেখান থেকে পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা করেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান
পুলিশ সুপার মো. হাসান চৌধুরী
স্থানীয় রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধি
#ধর্মউপদেষ্টা #মাজারহামলা #মসজিদনিরাপত্তা #পাগলামসজিদ #ইসলামিককমপ্লেক্স #বাংলাদেশনিউজ #ডা_খালিদহোসেন #ধর্মপ্রতিষ্ঠান #ReligiousFreedomBD