দুর্গেশ সরকার, গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম
মঙ্গলবার রাতে নিহতের পিতা হরমুজ আলী বাদী হয়ে কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
কপিল উদ্দিন লিটন
নিরঞ্জন গোয়ালা
আক্কেল প্রধান
বিশ্বজিত ঘাটুয়া
চপ্পল কর্মকার
সঞ্জিত মৃধা
কাজল রায় (২ জন, পৃথক পিতার সন্তান)
সজীব কর্মকার
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মো. তোফায়েল আহমদ বলেন, “জাফলং চা বাগানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
পরিবারের অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে জাফলং চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে একদল ব্যক্তি নির্মমভাবে মারধর করে। মারধরের একপর্যায়ে তিনি মারা যান বলে দাবি করেন স্বজনরা।
পরদিন মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চা বাগানের একটি কক্ষ থেকে ইমাম উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মেদি গ্রামের বাসিন্দা এবং হরমুজ আলীর ছেলে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
#জাফলং #চাবাগানহত্যা #সিলেট #গোয়াইনঘাট #ইমামউদ্দিন #হত্যাকাণ্ড #বাংলাদেশসংবাদ #জাফলংনিউজ #পুলিশঅভিযান #আটক #ক্রাইমনিউজ