ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১১:৩০ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১১:৩০ এএম
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ – মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)
সারজিস আলম – মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)
নাসীরুদ্দীন পাটওয়ারী – মুখ্য সমন্বয়ক
ডা. তাসনিম জারা – জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব
খালেদ সাইফুল্লাহ – যুগ্ম আহ্বায়ক
নোটিশে বলা হয়, "গতকাল (৫ আগস্ট) দলীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন হওয়া সত্ত্বেও আপনি ও আরও চারজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করেন। এ সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে কোনো পূর্ব অবগতি বা ব্যাখ্যা প্রদান করা হয়নি।"
দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
#এনসিপি #শোকজ #দলীয়শৃঙ্খলা #রাজনৈতিকদল #জুলাইগণঅভ্যুত্থান #বাংলাদেশরাজনীতি #NCPBangladesh #সাংগঠনিকব্যবস্থা #রাজনৈতিকসংবাদ #কক্সবাজার