ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
আপডেট : ১৩ জুলাই ২০২৫
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন,
“নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।”
তিনি আরও অভিযোগ করেন, ইসির সদস্যদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এবং পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।
“ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিও পরিবর্তন করতে হবে,”— বলেন তিনি।
প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করা যাবে কি না— এ নিয়ে প্রশ্ন উঠলে, এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম বলেন,
“শাপলা একা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকে আরও উপাদান রয়েছে— যেমন পাটপাতা, ধানের শীষ, তারকা চিহ্ন। সেগুলোও বিভিন্ন দল ব্যবহার করছে। শাপলা প্রতীক ব্যবহার করতে আমাদের আইনি বাধা নেই।”
জহিরুল ইসলাম জানান, বৈঠকে নতুন একটি আবেদনপত্র জমা দিয়েছেন, যাতে শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একইসঙ্গে তারা আওয়ামী লীগের 'নৌকা' প্রতীক বাতিলের দাবিও জানিয়েছেন। তাদের মতে,
“যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, তাই কমিশনের প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ প্রতীক বাদ দেওয়া উচিত।”
বৈঠকে এনসিপি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি তোলে। জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি বিবেচনায় রয়েছে।
এছাড়া রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের অগ্রগতি নিয়েও জানতে চাওয়া হলে জহিরুল ইসলাম বলেন,
“কমিশন জানিয়েছে, নিবন্ধন কার্যক্রম চলমান, আমরা আশাবাদী।”
নাসীরুদ্দীন পাটোয়ারী – মুখ্য সমন্বয়ক
হাসনাত আবদুল্লাহ – মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)
সারজিস আলম – মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)
জহিরুল ইসলাম – যুগ্ম সদস্যসচিব
খালিদ সাইফুল্লাহ – যুগ্ম আহ্বায়ক
বিষয় | বিবরণ |
---|---|
দল | জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) |
প্রধান দাবি | নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ |
হুমকি | প্রতীক না পেলে রাজনৈতিক লড়াই |
অভিযোগ | ইসি পুনর্গঠন প্রয়োজন, কিছু সদস্য দলীয় মুখপাত্রের মতো আচরণ করছেন |
প্রবাসী ভোট | বাস্তবায়নের দাবি জানিয়েছে দল |
নিবন্ধন | ইসি জানিয়েছে, কার্যক্রম চলমান |
#শাপলা_প্রতীক #NCP #নির্বাচন২৫ #রাজনৈতিকলড়াই #ECI