ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ১১:১১ এএম
আপডেট: মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ১১:১১ এএম
তিনি কর্মসংস্থান ও তরুণদের প্রত্যাশা পূরণে বাজেটে প্রয়োজনীয় উদ্যোগের অভাবের কথা উল্লেখ করেছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন,
“জুলাইয়ের গণ-অভ্যুত্থান মূলত কর্মসংস্থানের আন্দোলনের শুরু ছিল। তরুণদের কাছে বাজেট থেকে বেকার সমস্যা সমাধানে বড় কিছু প্রত্যাশা ছিল, কিন্তু সেটা আমরা পাইনি।”
তিনি আরও যোগ করেন,
“গত এক বছরে প্রায় ২৬ লাখ বেকার বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়ানোর কথা থাকলেও বাজেটে সেই নীতি গ্রহণ হয়নি। ব্যাংকের ওপর নির্ভরশীলতাও আগের মতোই রয়েছে। ফলে এই বাজেট থেকে বেকারত্ব কমবে বলে আমরা আশা করি না।”
নাহিদ ইসলাম বাজেটে শিক্ষার, স্বাস্থ্য ও তথ্য-প্রযুক্তি খাতের প্রতি যথেষ্ট গুরুত্ব না থাকার কথাও উল্লেখ করেন।
বাজেটে কর্মসংস্থান ও বেকার সমস্যা সমাধানের উদ্যোগ কম।
২৬ লাখ বেকারের বৃদ্ধিতে বাজেট ব্যর্থ বলে মত।
শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতে বাজেটে যথাযথ বরাদ্দ নেই।
ব্যাংকের ওপর নির্ভরশীলতা অব্যাহত রয়েছে।
🏷️ Tags:
#জাতীয়নাগরিকপার্টি #নাহিদইসলাম #বাংলাদেশবাজেট #কর্মসংস্থান #বেকারত্ব #২০২৫_২৬বাজেট