ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট: শুক্রবার, ২০ জুন ২০২৫, ১২:৪৫ পিএম
🟡 ফেসবুক পোস্টে অভিযোগ
শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস লিখেছেন:
“এ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো—উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ।”
“অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।”
তিনি নির্দিষ্ট করে কোনো বিভাগের কথা উল্লেখ না করলেও, তার পোস্টে ইঙ্গিত রয়েছে যে দেশের আঞ্চলিক ভারসাম্য রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে।
সারজিসের এই বক্তব্য ঘিরে ফেসবুকে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার কথায় একমত হলেও, কেউ কেউ তাকে পক্ষপাতের দায়েই অভিযুক্ত করেছেন।
🗨️ “নিরপেক্ষতার অভাব নির্বাচনকালীন সরকারের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে”—মন্তব্য করেছেন ‘Mr. Forever’ নামের এক ব্যবহারকারী।
🗨️ “উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজন বাদ দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে”—এমন পরামর্শ দিয়েছেন আরেকজন।
🗨️ মো. মহিউদ্দিন মাহমুদ লিখেছেন:
“ব্যক্তি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতার পরিবেশ থাকলে জনগণ উপকৃত হবে।”
তবে জাকারিয়া রোমেল নামে একজন বলেছেন,
“বিভাগ নয়, আসলে এনসিপি নেতাদের দিকেই পক্ষপাত দেখানো হচ্ছে। তারা নিজেই বিশেষ সুবিধা চাচ্ছেন।”
এ পর্যন্ত সারজিস আলম এই মন্তব্যগুলোর কোনো উত্তর দেননি।
গত বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এক বছর পূর্ণ হতে চললেও, সরকারের কার্যক্রম নিয়ে সময় সময় প্রশ্ন তুলছে অংশীদার রাজনৈতিক শক্তিগুলোর একটি অংশ।
সারজিস আলম এর আগে গাজা সংকট ইস্যুতে এক ফেসবুক পোস্টে লিখেছিলেন,
“ইসরাইলের পতন আবশ্যক ইনশাআল্লাহ।”
এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কিছুটা আলোচনা তৈরি হয়।
সারজিস আলমের অভিযোগ: সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাত দেখাচ্ছে
অভিযোগ: উপদেষ্টা পরিষদ ও উন্নয়ন বরাদ্দে বৈষম্য
ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া—সমর্থন ও বিরোধ উভয়ই
কিছু নেটিজেন দাবি করেছেন, এনসিপি নিজেই সুবিধা প্রত্যাশী
আলোচনার কেন্দ্রে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নে নতুন বিতর্ক
#SarzisAlam #InterimGovernment #NCP #PoliticalNeutrality #BangladeshPolitics #AdvisorCouncil #DevelopmentBudget