ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
সোমবার (৭ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,
“নির্বাচন ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে জনগণের রায় প্রতিফলিত হবে না। আমরা চাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।”
তিনি জানান, আগামী ১৯ জুলাই জামায়াতে ইসলামীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে অংশ নিতে দেশের সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন তিনি।
সমাবেশের মূল উদ্দেশ্য:
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন চালু করা
প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার
বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করা
সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন:
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
অ্যাডভোকেট মোয়ায্জম হোসেন হেলাল
প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল
মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ
মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম