ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন,
“আমরা আশাবাদী, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে। সেখান থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ সুগম হবে।"
তিনি আরও বলেন, দেশজুড়ে মানুষ পরিবর্তন চায়। যে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে, সেই লড়াইয়ের চূড়ান্ত পর্যায় হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন।
এদিন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
দুপুরে তিনি সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণআন্দোলনে শহীদদের রক্ত ঝরিয়েছে। কিন্তু সেই রক্ত বৃথা যাবে না। শহীদদের স্বপ্ন পূরণ করতেই বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে বিএনপি মহাসচিব একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি যান হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতে। এরপর হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন।