ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,
“ভোটকেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখর হোক—এটাই তো চাওয়া। তাহলে ভোট কেন পেছানোর আলোচনা? এটা জাতির প্রশ্ন। নিশ্চয় ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে।”
এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপির কৃষক দল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
রিজভী বলেন,
“আমরা বলেছি, সংস্কার চাই। যৌক্তিক সময়ে নির্বাচন চাই। একটা নির্দিষ্ট সময় ঘোষণা করুন। কিন্তু সেই সময়ও যেন কেউ চাইছে না। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যখন মানুষ কিছুটা স্বস্তি পেল, তখনই শুরু হলো সংঘাত, রক্তপাত!”
তিনি বলেন,
“রাজধানীর মিটফোর্ডে ঘটনার পরপরই বিএনপি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে। যারা জড়িত, তাদের সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অথচ তা সত্ত্বেও আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে!”
রিজভীর দাবি,
“নারায়ণগঞ্জ ও কক্সবাজারের গডফাদারদের রক্ষায় সরকার সংসদেও কথা বলেছে। কিন্তু বিএনপির মধ্যে কেউ অন্যায় করলে দলই ব্যবস্থা নিচ্ছে, এমনকি পুলিশেও মামলা করছে। এই দায় তারেক রহমানের নয়।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানকে ছাদ থেকে ফেলে দিয়ে তার কোমর ভেঙে ফেলা হয়েছিল। খালেদা জিয়াকে বছরের পর বছর বন্দি রাখা হয়েছে। তিনি নিঃশ্বাস নিতে পারেন না এমন অন্ধকার কক্ষে রাখা হয়েছে। তবু আজ তাদের নিয়েই বিদ্বেষ ছড়ানো হচ্ছে।”
রিজভী প্রশ্ন তোলেন,
“খুলনায় এক যুবককে গুলি করে পায়ের রগ কেটে দেওয়া হলো, কক্সবাজারে আব্দুর রহিমকে হত্যা করল জামায়াত—এ নিয়ে কেউ কথা বলছে না কেন? বরং ১৭ বছর লন্ডনে থাকা তারেক রহমানের বিরুদ্ধেই চলছে মিছিল!”
তিনি বলেন,
“তারেক রহমান সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক। গণতন্ত্র রক্ষায় ছয়-সাত বছরের নেতৃত্বে বিজয় নিশ্চিত করেছেন।”
এ সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে করা কটূ মন্তব্য ও তারেক রহমানকে ঘিরে কুরুচিপূর্ণ প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ জানান রিজভী এবং এর পেছনে সরকারের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন।
#বিএনপি #রিজভী #নির্বাচন২০২৫ #তারেক_রহমান #খালেদা_জিয়া #রাজনীতি #বাংলাদেশ #ষড়যন্ত্র #গণতন্ত্র #নয়াপল্টন #BNP_Protest