ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৬ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৬ এএম
এনসিপির এই চার নেতা হলেন— তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর ও ফ্লাইট এজেন্সির কর্মীরা তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তারা কক্সবাজারের ইনানী এলাকায় অবস্থিত পাঁচতারা ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ) হোটেলে অবস্থান করছেন। হোটেলের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “কোনো পূর্ব ঘোষণা বা রুম বুকিং ছাড়াই তারা গোপনে হোটেলে প্রবেশ করেছেন।”
তবে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের হোটেলে উপস্থিতির বিষয়টি নিয়ে হোটেলের পক্ষ থেকে স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি। এক কর্মকর্তা বলেন, “পিটার হাস সম্ভবত এখনও হোটেলে আসেননি বা এখানে নেই।” আরেক কর্মকর্তা জানান, “আমরা হোটেলে একজনকে দেখেছি, যিনি পিটার হাস হতে পারেন, তবে তা নিশ্চিত নয়।”
অন্যদিকে, বিমানবন্দরের সূত্র জানায়, আজ বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে তারা কক্সবাজার ত্যাগ করবেন।
যদিও বিমানবন্দর সূত্র বলছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তার পরবর্তীতে দেশে প্রবেশের তথ্য তাদের কাছে নেই।
অন্য একটি সূত্রের দাবি, এনসিপির নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠকের আড়ালে এক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেছেন।
এনসিপির নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পাওয়া যায়নি। তবে পার্টির এক শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, দলের মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
#কক্সবাজার #এনসিপি #পিটারহাস #বাংলাদেশরাজনীতি #জাতীয়নাগরিকপার্টি #গুপ্তবৈঠক #রাজনৈতিকখবর