ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০৪ এএম
আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০৪ এএম
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।
মিন্টু বলেন:
“নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি এখানে জয়লাভ করবে। আমাদের নেত্রী (খালেদা জিয়া) এখন সুস্থ আছেন এবং তিনি নির্বাচন করবেন।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে আলোচনার ভিত্তিতে একটি যৌথ বিবৃতি ইতিমধ্যে ঘোষণা হয়েছে। সেটি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেয়ারটেকার সরকার সম্পর্কিত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় জানুয়ারিতেই নির্বাচন হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দেন মিন্টু।
মিন্টু বলেন:
“যদি কেয়ারটেকার সরকার পুনর্প্রবর্তন হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারই তা রূপান্তরিত হবে। সংবিধান অনুযায়ী কেয়ারটেকার সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে বাধ্য।”
আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিএনপি ২০০৬ সাল থেকেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তিনি বলেন:
“কেউ যদি বলে আমরা হঠাৎ নির্বাচন চাইছি, সেটা ভুল। বিগত ১৯ বছর আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে কখনও ভালো শাসন নিশ্চিত হবে না।”