ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম
এই ঐতিহাসিক ঘোষণায় উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
🕔 সময়: আজ বিকাল ৫টা
📍 স্থান: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা (মানিক মিয়া অ্যাভিনিউ)
🎙️ উপস্থাপক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
🕌 অতিথি: চরমোনাই পিরসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদল
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজ বিকাল ৪টায় অনুষ্ঠানে উপস্থিত হবেন।
👉 প্রতিনিধি দলে থাকবেন:
🧑🏫 অধ্যাপক আশরাফ আলী আকন (প্রেসিডিয়াম সদস্য)
🕋 মাওলানা গাজী আতাউর রহমান (যুগ্ম মহাসচিব)
‘জুলাই ঘোষণাপত্র’ অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনকালীন রূপরেখা এবং শাসনব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের দিকনির্দেশনা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও উপস্থিত থাকার কথা রয়েছে।
#জুলাই_ঘোষণাপত্র #চরমোনাই_পির #ইসলামী_আন্দোলন #MuhammadYunus #AntorborTiSorkar #BangladeshPolitics #ManikMiaAvenue #BreakingBD #IslamicLeadership #JonoAndolon