ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম
বুধবার (৬ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন,
“লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছে, সেখানে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানিয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে এবং গণতন্ত্রের পথকে সুগম করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বিএনপি আশাবাদী, নির্বাচন কমিশন ও সরকার সকল দলের আস্থা অর্জনের মতো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। ফখরুল বলেন,
“এই নির্বাচন যেন প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের ভিত্তি রচনা করে এবং কার্যকর জাতীয় সংসদ গঠিত হয়—সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি।”
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী।
বিএনপি মহাসচিব বলেন,
“আমরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, আহতদের জন্য সহানুভূতি প্রকাশ করি এবং তাদের আরোগ্যের জন্য প্রার্থনা করি। আমরা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”
দীর্ঘ আট বছরের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। তিনি বলেন,
“আসুন আমরা সবাই মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের মানবিক, আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে একসঙ্গে কাজ করি।”