ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার মূল প্রতিপাদ্য ছিল: ‘জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র ও রাজনীতির করণীয়’।
গোলাম পরওয়ার বলেন:
“আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগীরা এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে। তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা জরুরি।”
তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের সময় যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার অধিকাংশ অপরাধী এখনও ধরা-ছোঁয়ার বাইরে। সরকারকে দ্রুত এসব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে বলে জোর দাবি জানান তিনি।
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, টেকসই গণতন্ত্রের জন্য প্রয়োজন:
দলীয়করণমুক্ত প্রশাসন
দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা
ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো
রাজনৈতিক সংস্কৃতি ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা
তিনি বলেন:
“নতুন কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে, এজন্য মৌলিক রাষ্ট্র সংস্কার জরুরি। দলগুলোর মধ্যে ঐক্য এবং সম্মানজনক সহাবস্থান দরকার।”
গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ’ ও তার ভিত্তিতে গৃহীত ঘোষণাগুলোর দ্রুত বাস্তবায়ন জরুরি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলার কোনো বিকল্প নেই।
#গোলামপরওয়ার #জামায়াত #জুলাইসনদ #ফ্যাসিবাদ #বাংলাদেশরাজনীতি #রাষ্ট্রসংস্কার #জুলাইঅভ্যুত্থান #জাতীয়প্রেসক্লাব #অবাধনির্বাচন #লেভেলপ্লেয়িংফিল্ড