ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:১৮ এএম
আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:১৮ এএম
বুধবার (৩০ জুলাই) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লবকে সাংস্কৃতিকভাবে পুনরুজ্জীবিত করতেই আয়োজন করা হচ্ছে “জুলাই জাগরণ ও কালচারাল ফেস্ট”।
এ আয়োজনে থাকবে:
আয়নাঘর: এক অনন্য প্রদর্শনী, যেখানে আয়নার প্রতিচ্ছবির মাধ্যমে দেখা যাবে প্রতিবাদের বহুমাত্রিক রূপ
শহীদ মানচিত্র: বাংলাদেশের ৮টি বিভাগের শহীদ ও আন্দোলনের চিত্রায়ন নিয়ে বিশাল ক্যানভাস
গ্রাফিতি গ্যালারি: আন্দোলনের সময় আঁকা বিভিন্ন দেয়ালচিত্র
কিডস জোন: চিত্রাঙ্কন, মিনি থিয়েটার ও গল্প পাঠের আয়োজন
সাংস্কৃতিক স্টল ও বইমেলা: আন্দোলনভিত্তিক প্রকাশনা ও স্মারক বিক্রয় কেন্দ্র
সংবাদ সম্মেলনে আবেগঘন মুহূর্তে সাদিক কায়েম বলেন,
“জুলাই বিপ্লবে শহীদ আব্দুল্লাহ তাহিরসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগরণ শুরু করেছি। এই উৎসব হবে তাদের প্রতি শ্রদ্ধার প্রকাশ।”
তিনি আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনকালকে আখ্যায়িত করেন “খুনি হাসিনার শাসনামল” হিসেবে। অভিযোগ করেন:
“এই সময়েই আয়নাঘর কায়েম হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে নির্যাতন কেন্দ্র হিসেবে। হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে মুজিববাদের ছত্রছায়ায়।”
সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, “কালচারাল ফ্যাসিবাদ” হলো এমন একটি রাষ্ট্রীয় কৌশল, যেখানে সাহিত্য, নাটক, গান, ইতিহাস ও মিডিয়া ব্যবহার করে একক নেতৃত্বের বন্দনা, ভিন্নমতের দমন ও বিকল্প চিন্তার অবদমন করা হয়।
তিনি বলেন, “এটি বিদ্যমান রাজনৈতিক মতবাদকে সংস্কৃতি দিয়ে চিরস্থায়ী করতে চায়।”