ডেস্ক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪৮ এএম
আপডেট: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪৮ এএম
নাহিদ ইসলাম বলেন,
“শুধু একটি স্বৈরাচারী সরকার হটানোই আমাদের লক্ষ্য নয়। বরং একটি নতুন, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণই এনসিপির অঙ্গীকার।”
তিনি আরও বলেন,
“আমরা দ্বিতীয় রিপাবলিকের স্বপ্ন দেখছি—যেখানে নতুন সংবিধান, প্রকৃত জবাবদিহি এবং বৈষম্যহীনতা নিশ্চিত করা হবে।”
১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক: গণপরিষদের মাধ্যমে প্রণয়ন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি।
২. মানবতাবিরোধী অপরাধের বিচার: জুলাই গণহত্যা, বিডিআর ট্র্যাজেডি, গুম-খুনের বিচারের প্রতিশ্রুতি।
৩. নির্বাচনী সংস্কার: নির্বাচন কমিশন আইন সংস্কার, ব্যয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন।
৪. বিচার ব্যবস্থা সংস্কার: মামলার জট হ্রাস, নথি ডিজিটালাইজেশন, অনলাইন ট্র্যাকিং।
৫. ডিজিটাল গভর্ন্যান্স: সেবা সহজীকরণ, ডিজিটালাইজেশনকে অগ্রাধিকার।
৬. পুলিশ ও নিরাপত্তা বাহিনী সংস্কার: র্যাব বিলুপ্তি, নতুন পুলিশ কমিশন।
৭. গ্রাম পার্লামেন্ট: স্থানীয় শাসনে জনগণের সক্রিয় অংশগ্রহণ।
৮. মাল্টিমিডিয়া নিয়ন্ত্রণ: করপোরেট মালিকানা নিয়ন্ত্রণে আইনি কাঠামো।
৯. ই-হেলথ: ইউনিক হেলথ আইডি ও ইলেকট্রনিক হেলথ রেকর্ড।
১০. শিক্ষা: মাধ্যমসমূহের যৌক্তিক সমন্বয় ও গবেষণাকেন্দ্রিক উচ্চশিক্ষা।
১১. বিজ্ঞান ও প্রযুক্তি: ৫০ বছরের পরিকল্পনায় গবেষণা উন্নয়ন।
১২. সামাজিক সম্প্রীতি: ধর্ম ও জাতিসত্তার মর্যাদা রক্ষা।
১৩. নারীর প্রতিনিধিত্ব: সংসদে সরাসরি ভোটে ১০০ নারী আসন।
১৪. মানবকেন্দ্রিক অর্থনীতি: কল্যাণমূলক অর্থনৈতিক কাঠামো।
১৫. ইন্টার্নশিপ বিস্তৃতি: বেতনভুক্ত ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি।
১৬. বাণিজ্য: বহুপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তি।
১৭. কৃষি: টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা।
১৮. শ্রমিক সুরক্ষা: স্থায়ী শ্রম কমিশন গঠন।
১৯. প্রাকৃতিক সম্পদ: দেশীয় সক্ষমতা বৃদ্ধি।
২০. আবাসন: ভর্তুকিযুক্ত আবাসন ও বাড়িভাড়া নীতি।
২১. দুর্যোগ ব্যবস্থাপনা: আবহাওয়া পূর্বাভাস ও দুর্যোগ ফ্রেমওয়ার্ক।
২২. প্রবাসী সুরক্ষা: ভোটাধিকার, দূতাবাস সেবা, বিনিয়োগ সহায়তা।
২৩. কূটনীতি: সীমান্ত হত্যা বন্ধ ও পানির ন্যায্য হিস্যার দাবিতে কূটনৈতিক তৎপরতা।
২৪. আকাশ প্রতিরক্ষা: সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম গড়ে তোলা।
নাহিদ ইসলাম বলেন,
“১৯৭২-এর সংবিধান আমাদেরকে একনায়কতন্ত্র, দুর্নীতি ও ভণ্ড জাতীয়তাবাদে ঠেলে দিয়েছে। এনসিপি এই ধারার পরিবর্তনের রূপরেখা দিয়েছে।”
আখতার হোসেন (সদস্য সচিব)
নাসীরুদ্দিন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক)
সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব
তাসনিম জারা, সারজিস আলম
হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসউদ
অনিক রায়, আকরাম হোসেন
অ্যাডভোকেট তারিকুল ইসলাম
শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আওয়াল
মাজহারুল ইসলাম ফকির (শ্রমিক উইং)
#NCP #দ্বিতীয়_রিপাবলিক #নতুন_বাংলাদেশ #ইশতেহার২০২৫ #নাহিদইসলাম #জুলাই_সনদ #রাজনীতি #ফ্যাসিবাদ_বিরোধ