ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫
আপডেট : ১৮ জুলাই ২০২৫
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মৌন মিছিল কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন:
“যদি এই জুলাই মাসেই সনদ না আসে, তবে জনগণের সামনে দায়ী থাকবে সরকার ও ঐকমত্যের নামে গঠিত কমিশন। একটি মহল আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে।”
তিনি আরও বলেন:
“শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। নতুনদের ক্ষমতার স্বপ্ন ভালো, কিন্তু কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে ইতিহাস ক্ষমা করবে না।”
“পিআর পদ্ধতিতে নির্বাচন মানে বিভ্রান্তির রাজনীতি। এই পদ্ধতি খায় না মাথায় দেয়, জনগণ জানে না।”
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন:
“স্বাধীনতার বিরোধিতাকারীরা আজ বিভ্রান্তির রাজনীতি করছে। তারা ঘোলা পানিতে মাছ ধরতে চায়।”
🗓️ জুলাই সনদ না হলে সরকার ও কমিশনের উপর দায়
❌ ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চক্রান্তের অভিযোগ
🧾 নির্বাচনে পিআর পদ্ধতির বিরোধিতা
⚠️ জামায়াতের ভূমিকা নিয়ে সরাসরি সমালোচনা
#BNP #জুলাইসনদ #SalahuddinAhmed #JulyUprising #ElectionPolitics #PRপদ্ধতি #Jamaat #ফ্যাসিবাদবিরোধী #BangladeshPolitics #BNCrisis2025