ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
আপডেট : ২২ জুলাই ২০২৫
ফেসবুক পোস্টে তিনি লেখেন:
“উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করবে, ইনশাআল্লাহ। দেশের সকল চিকিৎসকদের প্রতি আহ্বান জানাচ্ছি—আহতদের পাশে দাঁড়ান। আল্লাহ যেন আমাদের এই মানবিক প্রচেষ্টা কবুল করেন। আমিন।”
সরকারি সূত্র ও বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়—এ পর্যন্ত মোট ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু।
প্রাপ্তবয়স্ক নিহতদের মধ্যে একজন পাইলট তৌকির ইসলাম, অন্যজন স্কুল শিক্ষিকা মাহরীন চৌধুরী।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার সকাল পর্যন্ত ১০ জন মারা গেছেন, ভর্তি আছেন ৪২ জন।
সিএমএইচে চিকিৎসাধীন ২৮ জন, এর মধ্যে ১৫ জনের মরদেহ পাওয়া গেছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন:
৬ জনের মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি
ডিএনএ নমুনা সংগ্রহ করে শনাক্তকরণের প্রক্রিয়া চলছে
মৃতদেহের কিছু অংশ শনাক্তযোগ্য নয়, তাই বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে
হাসপাতালের নাম | ভর্তি (আহত) | মৃত |
---|---|---|
জাতীয় বার্ন ইনস্টিটিউট | ৪২ | ১০ |
সিএমএইচ | ২৮ | ১৫ |
ঢাকা মেডিকেল | ৩ | ১ |
কুয়েত মৈত্রী | ৮ | ০ |
উত্তরা আধুনিক হাসপাতাল | ৬০ | ১ |
লুবনা জেনারেল হাসপাতাল | ১৩ | ২ |
ইউনাইটেড হাসপাতাল | ২ | ১ |
কুর্মিটোলা | ৩ | ০ |
অন্যান্য (মিলিয়ে) | ৬ | ১ |
মোট আহত: ১৬৫ জন | মোট মৃত: ৩১ জন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই পদক্ষেপ রাজনৈতিক পুনঃপজিশনিংয়ের একটি কৌশল হলেও এটি একটি মানবিক উদ্যোগ হিসেবে জনগণের কাছে ইতিবাচক বার্তা দিতে পারে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত সরকার, বিএনপি ও অন্যান্য দল পৃথক পৃথক সহানুভূতি ও সহায়তার ঘোষণা দিয়েছে, জামায়াতের সরাসরি অর্থ সহায়তা ঘোষণা প্রথম দৃষ্টান্ত।
#উত্তরাবিমানদুর্ঘটনা #জামায়াতেরসহায়তা #BangladeshAirForceCrash #MilestoneTragedy #জামায়াতেইসলামী #ShafiqulRahman #UttaraTragedy #বিমানবিধ্বস্ত #আহতদেরচিকিৎসা #রাজনৈতিকপ্রতিক্রিয়া