শনিবার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদে যে সমস্যা দেখেছিলেন, তার সমাধান হিসেবে তিনি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের সূচনা করেন। আজ সেই জাতীয়তাবাদই আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ শাসন করলেও তারা কখনোই জাতীয়তাবাদের মেরুদণ্ড দাঁড় করাতে পারেনি। বরং তারা স্বৈরাচার, একদলীয় শাসন ও মত প্রকাশের স্বাধীনতা হরণে লিপ্ত থেকেছে।”
জিয়াউর রহমানের শাসনামলের কথা স্মরণ করে মঈন খান বলেন, “তিনি একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সকলের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করতেন।”
#আওয়ামী_লীগ #বিএনপি #ড_মঈন_খান #জিয়াউর_রহমান #বাংলাদেশি_জাতীয়তাবাদ #বহুদলীয়_গণতন্ত্র #রাজনীতি #ঢাকা_বিশ্ববিদ্যালয়
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
আওয়ামী লীগের শাসনব্যবস্থা ও রাজনৈতিক দর্শন নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, “আওয়ামী লীগের চরিত্র হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া। তাদের শাসন মানেই স্বৈরতন্ত্র, দুঃশাসন ও জাতীয়তাবাদবিরোধী কর্মকাণ্ড।” ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers