কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
রায়হান হলেন বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক ও বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খে হবিগঞ্জী (রাহ.)-এর দৌহিত্র মন্জুর সামি হাসানের সন্তান। স্কুলশিক্ষার পাশাপাশি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার নিয়মিত হিফজ ক্লাস এবং গ্রীষ্মকাল, শীতকাল, স্প্রিং ও ক্রিসমাস ছুটিতে পূর্ণ সময় দিয়ে তিনি এই মহান অর্জন সম্পন্ন করেন।
২০০৭ সালে মাত্র ১ জন শিক্ষক ও ২ জন ছাত্র নিয়ে শুরু হওয়া বায়তুল মোকাররম হিফজ বিভাগ এখন এক গর্বিত ইতিহাস। বর্তমানে এখানে ৬ জন শিক্ষক এবং ৪০ জনের বেশি ছাত্র রয়েছে। এখন পর্যন্ত ২৯ জন ছাত্র সফলভাবে হাফেজে কুরআন হয়েছেন।
রবিবার, ১৩ জুলাই ২০২৫, বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে এই উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন:
শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম মোহাদ্দিস (শায়খে জুরি)
শায়খে রেংগা (রাহ.)-এর উত্তরসূরি শায়খ নুরুল ইসলাম সুফিয়ান
মসজিদের সভাপতি ডা. সিরাজুল হক
হাফিজ ক্বারী ফখরুল ইসলাম
ইমাম শেখ আহমাদ কাশেম
আল-ফালাহ মসজিদের ইমাম আতাউর রহমান খান
দারুল কুরআন মসজিদের ইমাম মাওলানা সাইদ
হাফিজ সাঁইদ সামাদ, মাওলানা জাবেদ আহমদ, হাফিজ ইউসুফসহ অন্যান্য আলেম ও কমিউনিটি নেতৃবৃন্দ
এ সময় দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
#QuranHifz #HafizRayhan #DetroitMuslims #BaitulMuqarramDetroit #BangladeshiAmerican #IslamInAmerica #QuranMemorization #MuslimYouth #HifzCelebration