লোকমান হোসেন, স্পেন প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
প্রতি বছরের মতো এবারও এ আয়োজনে থাকছে গান, নাচ, দেশীয় খাবার, ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনটি হতে যাচ্ছে আগামী ১৩ জুলাই (রবিবার), বার্সেলোনার প্রাণকেন্দ্র রাভাল চত্বরে।
“অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া”-এর আয়োজনে এবং সিটি কাউন্সিলের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
সম্প্রতি আয়োজক সংগঠন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুর রহমান এবং যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি শফিক খান ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, এবং সদস্য সাহাদুল সুহেদ, ছালাহ উদ্দিন, সাদিয়ান আহমেদ সাদি প্রমুখ।
🇧🇩 বাংলাদেশ থেকে আসছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজাসহ একঝাঁক বাংলাদেশি শিল্পী
🎶 স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা
🍛 ১০টি দেশীয় খাবারের স্টল: পাটিসাপটা, ভুনা খিচুড়ি, ফুচকা, চটপটি প্রভৃতি
🧒 পরিবার-সুলভ পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তা
আয়োজকরা জানান, যেহেতু এবারের অনুষ্ঠান রবিবার, তাই রাত ১১টার মধ্যেই অনুষ্ঠান শেষ করা হবে। তবে আনন্দ, উৎসব ও বৈচিত্র্যে কোনো ঘাটতি থাকবে না। মেলার ভেন্যু রাভাল চত্বর হওয়ায় এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে।