ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম
আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম
শুক্রবার (১ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা জয়-পরাজয়ের কোনো বিষয় নয়। বর্তমান হারে আমরা প্রতিযোগিতার সক্ষম জায়গায় রয়েছি।”
আমীর খসরু বলেন:
“আমাদের পণ্যে ২০% শুল্ক, পাকিস্তানে ১৯%, ভারতে ২৫%—এই তুলনায় বাংলাদেশ এখন একটি প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। আপাতত রপ্তানি বাধাগ্রস্ত হবে না।”
তবে তিনি যুক্ত করেন:
“শুধু ট্যারিফ জানি, কিন্তু পুরো নেগোশিয়েশনটা জানি না। এর পেছনে আরও কিছু রয়েছে কি না, সেটা জানার পরই পুরো মূল্যায়ন সম্ভব।”
বাণিজ্য সচিবের দেওয়া বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার বিষয়টি আলোচনায় আনা হলে আমীর খসরু বলেন:
“ট্যারিফ তো আসলে যুক্তরাষ্ট্রের রপ্তানি স্বার্থ রক্ষার জন্যই। আমেরিকার জন্য কিছু তো করতেই হবে।”
তবে তিনি সতর্ক করে দেন:
“বাংলাদেশ এই বোঝা কতটুকু বহন করতে পারবে, তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখতে হবে। সরকারকে পুরো বিষয়টি খোলাসা করা উচিত।”
তিনি আরও বলেন:
“আমাদের রপ্তানি আরও ডাইভারসিফাই করতে হবে। শুধু আমেরিকার ওপর নির্ভরশীল অর্থনীতি হতে পারে না। সেটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ।”