ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫১ এএম
আপডেট: রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫১ এএম
শনিবার (১৩ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
“অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।”
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান আরও বলেন,
“সম্প্রতি আমাদের সমাজে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটছে। এসব পরিস্থিতিতে শুধু সরকার নয়, বরং রাজনৈতিক দল এবং সমাজের নানা স্তরের মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।”
তিনি জাতীয় পর্যায়ে একটি ন্যূনতম ঐক্যের জায়গা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন,
“এ সময়ে সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। বিশৃঙ্খলা ও অনৈক্যের বীজ যেন না বপন হয়।”
এর আগে শুক্রবার (১২ জুলাই) এক পৃথক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীর ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান।
তিনি লেখেন,
“চরমপন্থি মানসিকতার এক ব্যক্তি মসজিদের খতিবের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এ হত্যাচেষ্টা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।”
স্ট্যাটাসে খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতার হত্যাকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন,
“হত্যার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা এখন জরুরি।”
তিনি সতর্ক করে দেন,
“অন্যথায় সরকারের পক্ষ থেকে এর দায় এড়ানো যাবে না।”
ডা. শফিকুর রহমানের বক্তব্য সাম্প্রতিক কয়েকটি সহিংস রাজনৈতিক ও ধর্মীয় ঘটনার পরিপ্রেক্ষিতে এসেছে। এসব ঘটনায় ধর্মীয় সহিষ্ণুতা, রাজনৈতিক প্রতিহিংসা এবং সামাজিক শৃঙ্খলা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
বিষয় | মন্তব্য |
---|---|
মতপ্রকাশ | শালীন, যুক্তিনির্ভর হওয়া উচিত |
চাঁদপুর হামলা | দৃষ্টান্তমূলক শাস্তির দাবি |
খুলনা হত্যাকাণ্ড | প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে |
জাতীয় ঐক্য | সংকটকালে ন্যূনতম ঐক্য প্রয়োজন |
আইনশৃঙ্খলা | স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান |