ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
সোমবার (৭ জুলাই) বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু এই তথ্য নিশ্চিত করেন।
২০১৫ সালের রাজনৈতিক অস্থিরতার সময় ৩ ফেব্রুয়ারি, কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন।
এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ, যেখানে খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়।
পুলিশ আরও একটি মামলা করে ২৫ জানুয়ারি, হায়দারপুরে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের অভিযোগে, যেখানে শুরুতে ৩২ জন ও পরে আরও ১০ জনকে আসামি করা হয়।
তিন মামলারই বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার।
আদালত পর্যবেক্ষণে জানায়, ঘটনার সময় বেগম খালেদা জিয়া ঢাকার গুলশানে নিজ বাসায় অবরুদ্ধ ছিলেন, ফলে মামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
পেট্রলবোমা হামলার দুটি মামলায় বিচারক সফিকুল ইসলাম খালেদা জিয়াকে অব্যাহতি দেন।
কাভার্ডভ্যান অগ্নিসংযোগ মামলায় বিচারক আফরোজা শিউলি খালেদা জিয়াকে মামলা থেকে বাদ দেন।
কুমিল্লা পিপি জানান, মামলাগুলোর দায়ের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়, যা মন্ত্রণালয় অনুমোদন দেয়।
ফলে মামলাগুলো সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়া বা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কোনো মামলা নেই।
#KhaledaZia #BNP #ComillaCase #PetrolBombCase #BengalPolitics #CourtVerdict #PoliticalCaseWithdrawn #চৌদ্দগ্রাম #খালেদাজিয়া #রাজনৈতিকমামলা