রোববার (১৮ মে) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা'-তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হন অলি আহমদ। দুজনের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বন্ধুসুলভ পরিবেশে আলোচনা হয়।
অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, “খালেদা জিয়া ও অলি আহমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যক্তিগত খোঁজখবর আদান-প্রদান হয়েছে। কর্নেল অলি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।”
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান। এর আগে, ৫ জানুয়ারি অলি আহমদ তার সঙ্গে সর্বশেষ দেখা করেছিলেন।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের আগে তার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের খুদে বার্তা পাঠিয়ে পালাতে বলেছিলেন। ...
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, "মানুষের হৃদয়ে বিএনপির অবস্থান এখনো সবচেয়ে দৃঢ়"। রবিবার (৬ জুলাই) ঢাকা প্রেসক্লাবে বিএনপি নেতা ফারুকের ওপর ২০১৮ সালের হামলার প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers