ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “আপনাকে আমরা পছন্দ করি, কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। হাসিনার বিচার আপনার করতে বলি, আমাদের আপত্তি নেই, কিন্তু এখনই নির্বাচনের দিন ঘোষণা করুন।”
ফারুক আরও বলেন, “যারা ’৭১-এর স্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধী, তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় তারেক রহমানকে আসতে বাধা দিতে চাইছে। আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করব। যেমন বঙ্গোপসাগরে বাঁধ দেয়া সম্ভব নয়, তেমনি বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না।”
সমাবেশে পিআর পদ্ধতির সমালোচনা করে ফারুক সেনবাগ থানা পুলিশকে প্রশ্ন করেন, “আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবে যারা গোপনে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না?”
মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, “সেনবাগে এমপি হতে চাইলে জনগণের কাছে যান। বিভেদ সৃষ্টি করে বাহির থেকে নতুন লোক এনে রাজনীতি করা কঠিন হবে।”
সমাবেশ শেষে ফারুকের নেতৃত্বে আনন্দ মিছিলটি সেনবাগ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা এলাকার নেতৃবৃন্দ ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
#বাংলাদেশ #নির্বাচন #বিএনপি #জয়নুলআবদিনফারুক #সেনবাগ #গণঅভ্যুত্থান #রাজনীতি #তথ্য