ডেস্ক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম
আপডেট: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম
তিনি বলেন,
“জুলাই সনদ হাতে পাওয়ার পরদিনই, অর্থাৎ ৩০ জুলাই, বিএনপি কিছু গঠনমূলক সংশোধনসহ প্রস্তাবনার জবাব দিয়েছে। বিএনপি সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছে।”
সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি জানান,
বিএনপি ফেব্রুয়ারিতেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছিল।
ঘোষণাপত্রে ২৬ মার্চ নিয়ে যে অংশ রয়েছে, সেটি নিয়ে বিএনপির মতপার্থক্য রয়েছে।
দলটি চায়, রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি সংবিধানের চতুর্থ তফসিল যুক্ত করে দেওয়া হোক।
সালাহউদ্দিন বলেন,
“জুলাই সনদ শুধু কাগুজে দলিল নয়, এটি ঐতিহাসিক ও রাজনৈতিক ঐকমত্যের নিদর্শন। একে মূর্ত করার জন্য সকল পক্ষকে আন্তরিক হতে হবে।”
তিনি অভিযোগ করেন,
“কিছু মহল বলছে বিএনপি সহযোগিতা করছে না। অথচ বাস্তবে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন,
“ফ্যাসিবাদবিরোধী ঐক্য এখন সময়ের দাবি। এই ঐক্য নষ্ট হলে মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক ধারাবাহিকতা—সবই হুমকির মুখে পড়বে।”
জুলাই সনদ বা ঘোষণাপত্রটি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের তৈরি করা একটি ঐক্যসনদ, যাতে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের রূপরেখা, প্রশাসনিক সংস্কার এবং মানবাধিকার রক্ষার সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে।
#জুলাইসনদ #BNP #সালাহউদ্দিনআহমেদ #রাজনীতি #ফ্যাসিবাদবিরোধীঐক্য #বাংলাদেশরাজনীতি #ঘোষণাপত্র২০২৫ #সংবাদ