ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:০৫ এএম
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মুগদায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষাব্যবস্থায় কাঠামোগত সংস্কার, এবং বাংলাদেশ-জার্মান দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান বলেন,
“দেশে সত্যিকারের গণতন্ত্র, সামাজিক ইনসাফ এবং জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন গঠন জরুরি। জামায়াতে ইসলামি সে লক্ষ্যেই কাজ করছে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।
রাষ্ট্রদূত আখিম ট্রোস্টা বলেন,
“মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের জন্য প্রয়োজন সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক চিন্তা। বাংলাদেশে স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও জলবায়ু উন্নয়ন অগ্রাধিকার পাওয়া উচিত।”
সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ
আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান
এই বৈঠককে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উল্লেখযোগ্য বার্তা বহনকারী হিসেবে দেখা হচ্ছে।