ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় এ কথা বলেন তিনি। ফেনীতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এই পথসভাটি অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “নতুন-পুরনো বুঝি না, যেকোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা রাজনীতির নামে অপকর্ম ও লুটপাট করছে, তাদের সাবধান হতে হবে। না হলে জনগণই তাদের জবাব দেবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচার পতনের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই আত্মত্যাগের অবমূল্যায়ন হতে দেব না। একটি চাঁদাবাজ ও দখলবাজমুক্ত সমাজ গঠনের জন্য আল্লাহর আইনই একমাত্র পথ।”
এর আগে সকাল ৭টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় আরেকটি পথসভায় জামায়াত আমির বলেন, “আমরা ১৪, ১৮ বা ২৪ মার্কা নির্বাচন চাই না। মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। প্রয়োজনে আবার রক্ত দিয়েই সে পরিবর্তন ধরে রাখবে।”
পথসভা দুটির আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত। সভাপতিত্ব করেন মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সঞ্চালনায় ছিলেন মহানগরের সেক্রেটারি মাহবুবর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন—
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম
কুমিল্লা জেলা দক্ষিণের আমির মোহাম্মদ শাজাহান
কুমিল্লা জেলা উত্তরের আমির আবদুল মতিন
মহানগরের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক
কুমিল্লা-৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল আলম
সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান
মোশাররফ হোসাইন প্রমুখ
জামায়াত
, শফিকুর রহমান
, জাতীয় নির্বাচন
, কুমিল্লা খবর
, রাজনীতি
, পথসভা
, বাংলাদেশ নির্বাচন ২০২৫
, Islamic Politics
, Bangladesh Jamaat-e-Islami