ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম
আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য রাখেন পাটওয়ারী। এ সময় তিনি বলেন:
“শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল। আমি বলতে চাই, যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায়, তবে আপনার সমস্যা কোথায়?”
সেমিনারটির আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
পাটওয়ারী অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর একটি দলের দুইজন শীর্ষ নেতা এখন বন্দরের ট্রাকস্ট্যান্ডে ‘গডফাদার’ হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। “জনগণের ত্যাগ-তিতিক্ষার ফল ভোগ করছে কিছু সুবিধাবাদী গোষ্ঠী,”— মন্তব্য করেন তিনি।
পরবর্তীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে এনসিপির শ্রমিক উইং আয়োজিত এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন বলেন:
“বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। সংসদেও শ্রমিকদের প্রতিনিধিত্ব জরুরি।”
এ সময় তিনি আরও অভিযোগ করেন, “গণঅভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছে।”
তিনি জানান, বর্তমানে এনসিপির শ্রমিক উইংয়ে নতুন করে ৯২ জন সদস্য যোগ দিয়েছেন।
#ইসলামপন্থা #দক্ষিণপন্থা #জাতীয়নাগরিকপার্টি #নাসীরুদ্দীন_পাটওয়ারী #জুলাই_চব্বিশ #শ্রমিক_অধিকার #গণঅভ্যুত্থান #বাংলাদেশরাজনীতি #জামায়াত #ডিআরইউ #জাতীয়_সেমিনার