ডেস্ক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:২২ এএম
আপডেট: সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:২২ এএম
শাজাহান খান বলেন:
“এই যে মব জাস্টিস করে মানুষ হত্যা করলো… ১৬২ জন আওয়ামী লীগের নেতা-কর্মী… এক মাঘে শীত যায় না, এর বিচারও হবে। এর বিচার হবে না, এটা মনে করো না।”
সাংবাদিকদের ‘দেশ কেমন চলছে’—এই প্রশ্নে তিনি হাসি দিয়ে বলেন,
“আপনারা তো দেখছেনই। এক হাতে তালি বাজে না।”
সোমবার (২৩ জুন) সকাল ১০টায় সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় হাজিরা দেন
সাবেক নৌমন্ত্রী শাজাহান খান,
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
এই তিন নেতাকে হ্যান্ডকাফ–বুলেটপ্রুফ জ্যাকেট–হেলমেট পরে আদালতে হাজির করা হয়। পরে হ্যান্ডকাফ ও হেলমেট খুলে দেওয়া হয়। আদালতের ম্যানহোল্ডিংয়ের মতো পরিস্থিতি বিশ্লেষণ করা হয়, যেখানে আনিসুল ও শাজাহান প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন এবং সালমান সেখানেই শান্তভাবে দাঁড়িয়ে ছিলেন।
শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শাজাহান খান, আনিসুল হক ও সালমান এফ রহমান—তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআই আবেদন করেছিল—৫ দিনের রিমান্ড।
সাজেদুর রহমান ওমর হত্যা মামলা:
সশস্ত্র র্যামপেজে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২১ জুলাই, ৮১ জন দলীয় নেতাকর্মীকে আসামি করে মামলা করেন সৈয়দ তানভীর আহমেদ।
রিটন ও রাসেলের হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু কে দেয়া হয়েছে এক দিনের রিমান্ড।
চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান হাসপাতালে গুলিতে আহত বদরুল ইসলাম সায়মন—কামনায় সোহাইল-এর তিনদিনের রিমান্ড।
এছাড়া, মোহাম্মদপুর থানায় আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ও তাজুল ইসলাম গ্রেপ্তার দেখানো হয়েছে রমজান মিয়া জীবন হত্যা মামলায়।
#শাজাহানখান #মবজাস্টিস #রিমান্ড #আনিসুলহক #সালমানএফরহমান #যাত্রাবাড়ীমামলা #সাজেদুররহমান #BangladeshPolitics #MobJustice #JudicialProceedings