ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
শুক্রবার হাটহাজারীর আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন ও হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টি বিষয় বাদে বাকী সব বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
এছাড়াও, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন আয়োজনে বিএনপি কোনো বাঁধা দেখছে না। আশা করছি সরকার দ্রুত নির্বাচন সংক্রান্ত স্পষ্ট বক্তব্য দেবে।”
শুক্রবারের ওই সফরে, বিএনপি নেতােরা হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী ও সাবেক আমির প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও জুমার নামাজ আদায় করেন। পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরে বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী ও অন্যান্য স্থানীয় আলেম-ওলামা, বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পর, বিএনপির দুই নেতা ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান এবং হেফাজতের বর্তমান আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#বিএনপি #জুলাই_সনদ #বাংলাদেশ_রাজনীতি #হেফাজত_ইসলাম #নির্বাচন_২০২৫ #হাটহাজারী #চট্টগ্রাম #রাজনৈতিক_সাক্ষাৎ #বাংলাদেশ