ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:০৫ এএম
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:০৫ এএম
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিক লিখেছেন,
“খায়রুল হক তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সব অপকর্মের লাইসেন্স তুলে দিয়েছিলেন।”
তিনি আরও বলেন,
“আইনশৃঙ্খলা বাহিনী অবশেষে তাকে পাকড়াও করেছে। জাতি এখন চায় তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি।”
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবিএম খায়রুল হক।
২০১১ সালের মে মাসে অবসরে যান।
আলোচিত ত্রয়োদশ সংশোধনী রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন।
তার রায়ে দেশের রাজনৈতিক সংঘাত আরও গভীর হয় বলে বিশ্লেষকদের অভিমত।
অবসরের পর হন আইন কমিশনের চেয়ারম্যান।
খায়রুল হকের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও অসাংবিধানিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে একাধিক মামলা হয়েছে।
#খায়রুল_হক_গ্রেপ্তার #জামায়াত_আমির_প্রতিক্রিয়া #ডা_শফিকুর_রহমান #তত্ত্বাবধায়ক_সরকার #বাংলাদেশ_রাজনীতি #BJPNews