ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:২৬ এএম
তিনি বলেন, এই দিনটি স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের বিজয়ের দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। কারণ এই দিনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। তিনি জানান, ৫ আগস্ট এখন থেকে সরকারি ছুটির দিন হিসেবেও পালিত হবে।
তারেক রহমান বলেন, গত দেড় দশক ধরে দেশে ছিল ফ্যাসিবাদী শাসন।
গুম, খুন, অপহরণ ও নির্যাতন ছিল নিত্যদিনের বাস্তবতা
শত শত গোপন বন্দিশালায় মানুষকে আটকে রাখা হতো
অনেকে নিখোঁজ হন, যাদের মধ্যে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী এবং কমিশনার চৌধুরী আলম-এর নাম উল্লেখযোগ্য
তিনি জানান, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলা হয়েছিল এবং দেশের শিক্ষাব্যবস্থা ও অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। বিদেশে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতো।
এই আন্দোলনে:
হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে সাধারণ মানুষ হত্যা করা হয়
শহীদ হন দেড় হাজারের বেশি মানুষ
আহত হন অন্তত ৩০ হাজার
তারেক রহমান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
“তাদের ঋণ শোধ করতে হলে আমাদের প্রয়োজন ইনসাফভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ।”
তিনি একটি মানবিক ও দায়বদ্ধ রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে জনগণের ভোটে সরকার পরিচালিত হবে।
তিনি বলেন,
“ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আর কখনোই গণতন্ত্র হত্যা করতে দেওয়া হবে না। দেশকে আর কোনো দিন তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।”
তিনি জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন,
“জনগণকে শক্তিশালী না করলে কোনো প্রতিষ্ঠান টেকসই হবে না। সরাসরি ভোটের মাধ্যমে স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ—সবখানে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি বলেন, প্রতিটি দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের আদালতে যাবে, এবং জনগণই চূড়ান্ত রায় দেবে।
তারেক রহমান ভিডিও বার্তার শেষে গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানান:
আইন নিজের হাতে তুলে না নেওয়া
মব ভায়োলেন্সে অংশ না নেওয়া
নারীর প্রতি সহিংস আচরণ না করা
অন্যের মত ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা
তিনি ‘মায়ের চোখে বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন—একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সবাই সমান মর্যাদায় বসবাস করবে।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং দেশের ক্ষমতা থেকে তার সরকার সরে দাঁড়ায়।
এই ঘটনাকে কেন্দ্র করেই অন্তর্বর্তী সরকার দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।
#৫আগস্ট
#তারেকরহমান
#গণতন্ত্র
#গণঅভ্যুত্থান
#জুলাইদিবস
#BNP
#বাংলাদেশরাজনীতি
#রাজনৈতিকপরিবর্তন