প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট: সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৩১ পিএম
রবিবার (১৬ মার্চ ) বিকাল ৫ টা দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইয়াকুব লতিফ বান্দার টুন্ রাজ্জাক এ অবস্থিত ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব এর সহ-সভাপতি ও এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জুবায়ের হোসেনের অনুষ্ঠান পরিচালনায় এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে ইফতার মাহফিলে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা শায়েখ ড. মিজানুর রহমান আজহারি।
বিশেষ আলোচক হিসাবে বয়ান করেন কুয়ালালামপুরের তিতিওয়াংসার সুরাও বায়তুল মোকারমের ঈমাম হাফেজ মাওলানা ইকরামুল হক।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মালয়েশিয়ান নাগরিক, কনকর্ড ও আইএসওয়াই গ্রুপের চেয়ারম্যান তান শ্রী সয়েদ মোহাম্মদ ইউসুফ বিন তুন সয়েদ নাসির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব প্রেস, সুফি আব্দুল্লাহিল মারুফ, ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান কামরুল আহসান প্রমুখ।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের ঢল নামে অনুষ্ঠানস্থলে। মেইন বলরুম ছাড়া সর্বমোট চার-চারটি হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রবাসীদের উপস্থিতিতে।
অনুষ্ঠানের প্রশংসা করে এসময় ড. মিজানুর রহমান আজহারী বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল সকলকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার, এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম!
ইফতারের আগে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এনটিভির ইফতার মাহফিল সফল করার জন্য চেরাস পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) কে ধন্যবাদ জানান অনুষ্ঠানের আয়োজক কমিটি।
সেই সাথে সকল স্পনসর কে বিশেষ করে ই-স্মার্ট ও এমএইচ ট্রাভেল এর ম্যানেজিং ডিরেক্টর আবু হানিফের প্রতি আয়োজকদের পক্ষথেকে
কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।