প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫
আপডেট : ০৯ জুলাই ২০২৫
‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক এ প্রশিক্ষণ আয়োজন করে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও), একশনএইড বাংলাদেশ এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহযোগিতায়।
🗓️ তারিখ: ৮ ও ৯ জুলাই ২০২৫
🏢 স্থান: সাপাহার উপজেলা হলরুম
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:
আসমা আক্তার মুক্তা, নির্বাহী পরিচালক, বেসরকারি উন্নয়ন সংস্থা
ফারহানা বহ্নি, সহ-সভাপতি, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শামসুল হক, প্রজেক্ট কো-অর্ডিনেটর, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
এছাড়াও উপস্থিত ছিলেন:
সিরাজ-ই-কবীর খোকন, জেলা সমন্বয়কারী, বিডিও
রাসিন, সমন্বয়কারী ও আবৃত্তি শিল্পী, ফরিদপুর
নুরল হক মাস্টার, সমাজসেবক
তছলিম উদ্দীন, সভাপতি, সাপাহার প্রেসক্লাব
বাবুল আকতার, সাধারণ সম্পাদক, সাপাহার প্রেসক্লাব
প্রদীপ সাহা, নির্বাহী সদস্য
নাসির হায়দার, সাংবাদিক
গোলাপ খন্দকার, অধ্যক্ষ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা, সামাজিক উদ্যোগ এবং আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক ব্যাধি। প্রতিরোধ গড়ে তুলতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসিনা বেগম, সভাপতি, সাপাহার উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম।
#নারীর_প্রতি_সহিংসতা
#সাপাহার_প্রশিক্ষণ
#নারী_অধিকার
#BDO
#ActionAidBD
#GenderBasedViolence
#WomenEmpowermentBD
#NaogaonNews