বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই ঘোষণা দেন।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, "পার্বত্য অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান অপরিহার্য। যারা সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।"
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামে সকলে মিলে কাজ করা দরকার। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা পার্বত্য উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।"
এই সৌজন্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, রিজিয়নের বিএম ও জিটুআই কর্মকর্তারা।
#খাগড়াছড়ি #সাংবাদিক #পার্বত্যচট্টগ্রাম #ব্রিগেডিয়ারহাসানমাহমুদ #সম্প্রীতি #বাংলাদেশআর্মি #সৌজন্যসাক্ষাৎ
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers