ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫
আপডেট : ০৯ জুলাই ২০২৫
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তালতলী উপজেলার বাজারসংলগ্ন লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ঈমন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন:
মো. পারভেজ (৪০) – লতাকাটা, বরগুনা সদর
মো. রাজিব – একই এলাকার বাসিন্দা
নৌবাহিনীর প্রাথমিক তদন্তে জানা যায়, তারা একটি ট্রলারে করে লতাকাটা এলাকা থেকে গাঁজা নিয়ে তালতলীতে বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকের পর তালতলী নৌবাহিনী ডিটাচমেন্ট থেকে অভিযুক্তদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন:
“নৌবাহিনীর তৎপরতায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
বরগুনা উপকূলীয় এলাকা দিয়ে মাদক প্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। এবার নৌবাহিনীর সরাসরি অভিযানে আবারও প্রমাণিত হলো — আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে মাঠে রয়েছে।