স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট: মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ১০:৩৯ এএম
আইপিএলের জন্মলগ্ন থেকে খেললেও রয়ে গেছে শিরোপাশূন্য—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBKS) ও দিল্লি ক্যাপিটালস (DC)। এ তিন দলের শিরোপা না জেতার গল্প নিয়েই গড়ে উঠেছে একটি সামাজিক টার্ম—"আইপিএলের হোলি ট্রিনিটি"।
তবে আজ সেই কৌতুকের ছায়া সরিয়ে ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে দুই দলের যেকোনো একটি। মঙ্গলবার, ৩ জুনের আইপিএল ২০২৫ ফাইনালে মুখোমুখি RCB ও PBKS—ফলে নিশ্চিতভাবে এক দল আজ চ্যাম্পিয়ন হতেই চলেছে।
তিনবার ফাইনালে উঠেও ফিরতে হয়েছে খালি হাতে। আরসিবির শিরোপা না পাওয়ার ট্র্যাজেডি সমর্থকদের কাছে প্রায় অভিশাপসম। তবে ২০২৫ সালের দলটা যেন একটু অন্যরকম। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স, তারকারা যেমন ছিলেন, তেমনি গুরুত্বপূর্ণ সময়ে অবদান রেখেছেন ব্যাক-আপ খেলোয়াড়রাও।
বিরাট কোহলি আবারও ছিলেন সামনে থেকে নেতৃত্বে। এই মৌসুমেও তিনি করেছেন ৫০০-এর বেশি রান—আইপিএলে রেকর্ড অষ্টমবার। তবে প্রশ্ন থেকেই যায়, এত পারফরম্যান্সের পরেও কি আবারও খালি হাতে ফিরতে হবে কিংবদন্তি এই ক্রিকেটারকে?
পাঞ্জাব কিংসের গল্পটি যেন প্রতি বছর একই সিনেমার রিমেক—নতুন অধিনায়ক, নতুন পরিকল্পনা, তবে শেষটা পরিচিত হতাশা। কিন্তু এবারকার দলের আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা ইঙ্গিত দিচ্ছে, এই মৌসুমটা হতে পারে ব্যতিক্রম।
তবে হেরে গেলে, পাঞ্জাব সমর্থকদের জন্য সেটা হবে আরেকটা ভাঙা স্বপ্নের সংযোজন।
এই ফাইনাল শুধুই একটি ম্যাচ নয়—এটি একটি যুগের অবসান। একজন কিংবদন্তির গল্পের সম্ভাব্য পূর্ণতা, আরেকটি দলের ক্লাব-সংস্কৃতির পুনর্নির্মাণ।
আজ রাতে, একদিকে লেখা হবে ইতিহাস, অন্যদিকে জন্ম নেবে নতুন বেদনার কাহিনি। অপেক্ষা শুধু শেষ বাঁশির।
🏷️ Tags:
#IPL2025 #RCBvsPBKS #ViratKohli #IPLFinal #PunjabKings #RCB #HoliTrinity #IndianPremierLeague #CricketNews #SportsBangla