শুক্রবার (৪ জুলাই) রাতের ম্যাচটি হয়েছে উত্তেজনায় ঠাসা। বিশ্বসেরা ক্লাবগুলোর লড়াইয়ে যেমনটা প্রত্যাশিত, ঠিক তেমনই হয়েছে মাঠের লড়াইও। ইউরোপের ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ফ্লুমিনেন্স ও আল হিলাল। দুই দলের খেলা তাই আগেই ছিল আলোচনায়।
⏱️ ৪০ মিনিটে ব্রাজিলের ২৩ বছর বয়সী মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনেল্লি ফ্লুমিনেন্সকে ১-০ গোলে এগিয়ে দেন।
🟰 দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে আল হিলাল। গোল করেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার মার্কোস লিওনার্দো।
⚡ এরপর ৭০ মিনিটে বদলি হিসেবে নামা হারকিউলিস করেন জয়সূচক গোল। এটি তার টানা দ্বিতীয় নক-আউট ম্যাচে বদলি হিসেবে করা গোল।
এরপর একাধিক আক্রমণ করেও সমতা ফেরাতে ব্যর্থ হয় আল হিলাল। ইনজাঘির দল ম্যাচের শেষভাগে চাপ তৈরি করলেও রক্ষণভাগে জমাট ছিল ফ্লুমিনেন্স।
ফ্লুমিনেন্স ২ - ১ আল হিলাল
সেমিফাইনালে উঠল ব্রাজিলের ক্লাব।
#ClubWorldCup2025 #Fluminense #AlHilal #ফ্লুমিনেন্স #আলহিলাল #FootballNews #সেমিফাইনাল #SportsBangla
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers