ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:২৮ এএম
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:২৮ এএম
একই সঙ্গে উভয় দেশকে সতর্ক করে তিনি বলেন,
“দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।”
মঙ্গলবার স্থানীয় সময় এক পোস্টে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই মন্তব্য করেন।
এর আগেও তিনি বলেন, ইসরায়েল ও ইরান “সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
যদিও ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মাঠপর্যায়ে বাস্তবতা ভিন্ন। মঙ্গলবার দিনভর ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চালানো হয়।
ইসরায়েলের হামলায় ইরানে নিহত হন একজন পরমাণু বিজ্ঞানী
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হন তিনজন সাধারণ নাগরিক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
“এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যদি ইসরায়েল আমাদের জনগণের ওপর অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরাও পাল্টা আক্রমণ বন্ধ রাখার পক্ষপাতী।”
অর্থাৎ, ইরান শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও আনুষ্ঠানিক চুক্তির কথা অস্বীকার করেছে।
#TrumpStatement #IranIsraelConflict #MiddleEastCrisis #Ceasefire #BreakingNews #USPolitics #WorldNews #AbbasAraghchi #TruthSocial #WarUpdate