ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম
এবার এই পরিকল্পনায় সায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প বলেন, গাজার মানুষের খাদ্য ও মানবিক বিষয়গুলো নিয়ে তিনি বেশি চিন্তিত, তবে গাজা দখলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ইসরায়েলের ওপরই ছেড়ে দিচ্ছেন তিনি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন:
“আমি বাকিটা বলতে পারব না, এটা ইসরায়েলের ব্যাপার।”
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ উদ্ধৃত করেছে নেতানিয়াহুর এক ঊর্ধ্বতন ঘনিষ্ঠ কর্মকর্তা বলছেন,
“আমরা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করব। যেখানে জিম্মিরা রয়েছে, সেখানেও অভিযান চালানো হবে। যদি আইডিএফ প্রধান একমত না হন, তার পদত্যাগ করা উচিত।”
চ্যানেল ১২ জানায়, গাজায় এই সিদ্ধান্ত একটি বড় কৌশলগত পরিবর্তন বোঝাচ্ছে। এখন ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরসহ কেন্দ্রীয় এলাকায় অভিযান চালানো হতে পারে।
পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, নেতানিয়াহু মন্ত্রিপরিষদের মন্ত্রীদের কাছে বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও গাজায় সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি হামাসকে পরাজিত করার লক্ষ্যে ‘এই উপত্যকা দখল’ শব্দ ব্যবহার করেছেন।
ইয়েদিওথ আহরোনোথ আরো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই বর্ধিত সামরিক অভিযান চালানোর জন্য ‘সবুজ সংকেত’ দিয়েছেন।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার পুরো এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসবে, যা হাজার হাজার নিরীহ মানুষের জন্য ভয়াবহ মানবিক পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও ইতোমধ্যেই ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
#Gaza #Israel #BenjaminNetanyahu #DonaldTrump #MiddleEastConflict #MilitaryOperation #HumanRights #InternationalRelations