ব্রিকসের অন্তর্ভুক্ত দেশগুলো — ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া — এই বিবৃতিতে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি উত্তেজনামুক্ত করে কূটনীতিক প্রচেষ্টা জরুরি বলে মনে করেছে।
“পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার জন্য আলোচনা ও সংলাপের বিকল্প নেই। হিংসার চক্র ভাঙতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে,” ব্রিকস বিবৃতিতে বলা হয়েছে।
ইরান ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিকস জোটের সদস্য হওয়ায় এ উদ্যোগকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
#BRICS #Iran #IsraelConflict #IndiaChinaRussia #MiddleEastTensions #InternationalLaw #PeaceTalks #USIsraelIran #GlobalDiplomacy
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers